ভারতের পশ্চিমবঙ্গে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর। এ উৎসবে অংশ নেওয়া আরও ১১টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ছবি ‘ওসিডি’।জানা যায়, ছবিটি ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে আর এই খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় “নন্দন-২” এবং ২০ ডিসেম্বর “রবীন্দ্র ওকাকুরা ভবনে” বিকেলে দর্শকদের দেখানো হবে ওসিডি।’সিনেমাটিতে জয়া আহসান একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক শ্বেতার চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন কৌশিক সেন, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য ও অনসূয়া মজুমদার। ‘ওসিডি’ পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। তার পরিচালনায় এর আগে ‘ভূতপরী’ সিনেমায় কাজ করেছেন জয়া। ছবিটি মুক্তির অপেক্ষায়।উল্লেখ্য, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হবে। এগুলো হলো- মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে রবীন্দ্রসদনে। অন্যদিকে জয়া আহসান এখন ব্যস্ত বলিউডের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার কাজ নিয়ে।