শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

কটিয়াদীতে ট্রাক উল্টে প্রায় ২৯ মেট্রিক টন সার নষ্ট

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধূলদিয়া বাজার সংলগ্ন ভাঙ্গা রাস্তায় সারবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে ২৮.৫৫ মেট্রিক টন সার নষ্ট হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক মো. ফাহিম (২৫) আহত হয়েছেন।চালক মো. ফাহিম জানান, ট্রাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাঠ বাজারের মেসার্স কিবরিয়া এন্টারপ্রাইজের টিএসপি ৮.১৫ মে. টন, ডিএপি ১৭.৫ মে. টন এবং এমওপি ৩.৩৫ মে. টন সর্বমোট ৫৭১বস্তা সার নিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে বাজারের বাজারের উদ্দেশ্য রওয়ানা হয়।ভোর ৪ টার দিকে ঘন কুয়াশার কারণে ধূলদিয়া বাজার সংলগ্ন পুকুর পাড়ে ভাঙ্গা রাস্তার গর্তে ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। দূর্ঘটনার শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে চালক ফাহিমকে উদ্ধার করে।মেসার্স কিবরিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ওমর ফারুক মিলন খবর পেয়ে স্থানীয় জেলেদের দিয়ে অর্ধগলিত কিছু সারের বস্তা পানি থেকে উঠাতে পারলেও বেশিভাগ বস্তার সার পানিতে নষ্ট হয়ে যায়।এদিকে সার পানিতে গলে যাওয়ার কারণে পুকুরের অনেক মাছ মরে ভেসে উঠে।খবর পেয়ে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD