যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।এদিকে ভূমিকম্পে অন্তত ১৩ জনের হতাহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।রয়টার্স জানিয়েছে, এ ভূমিকম্প ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে যায়। এদিকে ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে বহু বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ।ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।