যখন নতুন করে করোনাভাইরাস আতঙ্কের মুখে গোটা বিশ্ব, তখন ইচ্ছা করেই চীনের প্রখ্যাত সংগীতশিল্পী জেন ঝ্যাং কোভিড সংক্রমিত হয়েছেন বলে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়।এই ঘটনা এমন সময়ে প্রকাশ্যে এল যখন করোনা ঘিরে গোটা চীন ত্রস্ত। সেই পরিস্থিতিতে কেন এমন একজন জনপ্রিয় শিল্পী নিজেকে ইচ্ছাকৃত করোনায় আক্রান্ত করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।নিজ ইচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে খুলে বলেছেন ঝ্যাং। তিনি বলেন, তার এক বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হতে ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন তিনি। এরপর জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথার মতো করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। তবে টানা এক দিন ও এক রাত ঘুমানোর পর এসব উপসর্গ চলে যায়। সুস্থ হওয়ার জন্য কোনো ওষুধও নিতে হয়নি তাঁকে। খেয়েছিলেন শুধু প্রচুর পরিমাণে পানি আর ভিটামিন সি।কেন স্বেচ্ছায় করোনা সংক্রমিত হলেন— এর কারণ নিজেই জানিয়েছেন জেন। তিনি বলছেন, নববর্ষের আগেই যদি তার করোনা হয়ে যায়, তাহলে তিনি নববর্ষের সময়টুকুতে করোনামুক্ত থাকবেন। সেই সময়ে নানা কনসার্টে অংশও নিতে পারবেন। সেই কারণেই শরীরে আগেভাগে করোনা বাঁধিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন এই চীনা শিল্পী।ঘটনাটি সামনে আসার পর ভক্তদের কাছে কঠোর সমালোচনার মুখে পড়তে হয় জেনকে। সঙ্গে সঙ্গে নিজের লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তিনি। পরে অবশ্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন জেন ঝ্যাং।