বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

নিকলীতে মসজিদের টাকা আত্মসাতের হিড়িক!

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলী তে একটি মসজিদে কমিটির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিকলীর পুকুরপাড় জামে মসজিদে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, শাহরিয়ার আহমেদ তুলিপকে সাধারণ সম্পাদক সৈয়দ হোসেনকে সহ-সভাপতি করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তবে মসজিদ কমিটির বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ফাউন্ডেশনের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি মসজিদের কোনো উন্নয়ন না করার অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির এক সদস্য প্রতিবেদককে জানান, বর্তমানে মসজিদের ফাউন্ডেশনে ১৯ লক্ষ টাকা এবং মসজিদের পুকুরের ইজারাদারেট কাছে ২০ লক্ষ টাকা জমা থাকা স্বত্তেও মসজিদের কোনো উন্নয়ন করা হচ্ছে না। গোপনে কমিটির একটি অসাধু চক্র এসব টাকা হাতিয়ে নিচ্ছে।এলাকার মুসুল্লিগণ দাবি করেন ৩ তালা ফাউন্ডেশন দিয়ে মসজিদ তৈরি করার। কিন্তু কমিটির একটি চক্র মসজিদের উন্নয়ন বন্ধ রাখার পায়তারা করছেন। যার কারণে প্রায় সময় তাদের মসজিদের সামনের রাস্তায় দাড়িয়ে নামাজ আদায় করতে হয়। তারা খুব দ্রুত এই সমস্যা সমাধানের অনুরোধ করেন কর্তৃপক্ষের কাছে।কমিটির আরেক পক্ষের সাথে কথা বললে তারা টিনসেড মসজিদের ফাউন্ডেশন করার দাবি করেন।মূলত এসব মতবিরোধ ও টাকা আত্মসাতের অভিযোগের কারণে মসজিদের কোনো উন্নয়ন হচ্ছে না।এছাড়াও গতবছর মসজিদের সাবেক সভাপতি মোঃ আসমত আলী ও তার লোকজনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে টিএন্ডটি সড়কে এগাড়ো হাঁটি মুসুল্লিগণের নেতৃত্বে শত শত জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।নিকলী ইউনিয়নের নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীনের সাথে এবিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, মসজিদের উন্নয়ন নিয়ে অনেক মতবিরোধ রয়েয়ে। এর সুষ্ঠু সমাধানের জন্য কমিটির সবাইকে ডেকে আলোচনার ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD