শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

না ফেরার দেশে জনপ্রিয় হলিউড অভিনেতা ভাইবার্ট

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে /

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রোনান ভাইবার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে শীর্ষস্থানীয় পরিচালক এবং অভিনেতাদের সাথে কাজ করেছেন এই গুণী অভিনেতা।১৯৬৪ সালে ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে জন্মগ্রহণ করেন ভাইবার্ট। রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টসে জায়গা পাবার আগে ভাইবার্ট সাউথ ওয়েলসে বেড়ে ওঠেন এবং তার জীবনের বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন। জীবনের শেষ দিনগুলো তিনি ফ্লোরিডায় কাটিয়েছেন।

তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাইকেল ফাসবেন্ডারের সাথে ‘দ্য স্নোম্যান’, টম হ্যাঙ্কস এবং এমা থম্পসনের সাথে ‘সেভিং মিস্টার ব্যাংকস’, লুক ইভান্সের সাথে ‘ড্রাকুলা আনটোল্ড’, জন মালকোভিচ এবং উইলেম ড্যাফোয়ের সাথে ‘শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার’, পিটার বোগডানোভিচ পরিচালিত ‘দ্য ক্যাটস মিও’, অ্যাঞ্জেলিনা জোলির সাথে টম্ব রাইডার ২, জেমস ফ্রাঙ্কোর সাথে ‘ট্রিস্টান এবং আইসোল্ড’ এবং রোমান পোলানস্কি পরিচালিত অস্কার বিজয়ী ‘দ্য পিয়ানিস্ট’।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD