শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সভাপতির বাসায় রহস্যজনক ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে /

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাসায় রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে।আজ রবিবার (২৫ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে বকশীগঞ্জ পৌরসভার নয়াপাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।শাহিনা বেগম অভিযোগ করেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঢাকায় ছিলেন। এসময় একদল ডাকাত তার বাসার পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তার বৃদ্ধ মাকে জিম্মি করে। পরে অন্য রুম থেকে তার তিন বোন ছুটে গেলে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা নগদ প্রায় ২০ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD