মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

টিকটকে সেরা সামিরা খান মাহি

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে /

চলতি বছর বাংলাদেশ থেকে টিকটকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সামিরা খান মাহি। এ বছর যেসব কনটেন্ট আপলোড হয়েছে, সেগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে টিকটক। সেখানে সবার সেরা হয়েছে মাহির ভিডিও।সামিরা খান মাহির ভিডিওগুলো এ পর্যন্ত ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে। তার টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী রয়েছে।এ নিয়ে বেশ উচ্ছ্বসিত মাহি। অভিনেত্রী বলেন, ‘আমার এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারি। ও নিজেও এই তালিকায় আছে। তো আমাকে একটা স্ক্রিনশট পাঠানোর পর আমি দেখি, ওর নাম তিন নাম্বারে। কিন্তু তখনও আমি আমার ব্যাপারটা জানতাম না। পরে দেখি এক নাম্বারে লেখা ‘সামিরা’ নামটি। বুঝতে পারছিলাম না সেটা আমি কিনা। পরে চেক করে দেখি এটা তো আমি!মাহির কথায়, ‘একটা প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয়। সেখানে আমার ভিডিওগুলো বেশি দেখেছেন, এজন্য আনন্দিত। তাছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাই, সেটার আনন্দ তো একটু বেশিই বটে।’উল্লেখ্য, সম্প্রতি সামিরা খান মাহি ওটিটির জন্য একটি কাজ করেছেন। বাসার জার্সিস পরিচালিত প্রজেক্টটির নাম ‘ওভার ট্রাম’। তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD