রাজশাহীর পুঠিয়া উপজেলায় দারুন উৎসবমুখর পরিবেশে চলছিল ভালুকগাছি ও শিলমাড়িয়া এই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভালুকগাছি ইউনিয়নের গটিয়া এবং রাঙ্গামাটিয়া এই দুই স্থানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর দুইটি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কে বা কারা এই ঘটনাটি ঘটেছে।জানা যায় যে, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটিয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জিল্লুর রহমানের নির্বাচনী প্রচারণা অফিস পুড়িয়ে দেয়। পাশাপাশি একই ইউনিয়নের গোটিয়া গ্রামের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসটিও পুড়ে যায়।এই ঘটনায় গোটিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা রাত একটা থেকে দেড়টার মধ্যে অফিসের কার্যক্রম শেষ করে বাসায় ঘুমাতে যাই। পরে সকালে শুনতে পাই আমাদের নির্বাচনী প্রচারণা নৌকার অফিসটি আগুনে পুড়ে গেছে। এ বিষয়ে কে বা কাহারা কেমনে অফিসটি পুড়ে গেল জানতে চাইলে তিনি বলেন আমার কোন ধারণা নাই কেন অফিসটি পুড়ে গেল।এদিকে এই বিষয়টি নিয়ে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল তিনি বলেন, ভোটের প্রচার-প্রচারণা শেষ করে অফিসে এসে সবাই বাসায় চলে যায় পরে শুনতে পাই আমাদের অফিসটি আগুনে পুড়ে গেছে। কেন আগুন ধরেছে এ বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি জানিনা কেন আগুন ধরেছে, বা অফিসটি কেন পড়ে গেল। নির্বাচনের আগ মুহূর্তে অফিস পড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, এতে করে স্থানীয় জনগরণ মতেদ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে আবারও নির্বাচনীয় আগের মত নির্বাচন প্রচারণার দাবি জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আগুনে দুটি অফিস পড়ে যাওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।আওয়ামী লীগের নির্বাচন অফিস পুরানো বিষয়ে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান এমপি তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। কেন আগুন ধরেছে তদন্তের পরেই জানানো সম্ভব হবে।