বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে /

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে ফায়ারসার্ভিস গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম। তিনি বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেনেছি। তবে কোনো প্রাণহানি হয়নি। ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী বলেন, এনজিওর অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বেশি কিছু ক্ষতি হওয়ার আগে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD