বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা শুক্রবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া অসহায় দুস্থ ও শীতার্তদের জন্য বরাদ্ধকৃত ৫ শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. জাকির হোসেন, আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চেষ্টা করছি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে এসব মানুষদের পাশে দাঁড়াতে।