কিশোরগঞ্জের বাজিতপুরে ৯ বোতল বিদেশি মদসহ ইমন মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।আটক ইমন মিয়া উপজেলার পাটুলি (বালুর মাঠ) এলাকার আনোয়ার মিয়ার ছেলে।শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের পাটুলি (বালুর মাঠ) এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।এসময় কিশোর ইমন মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ বোতল বিদেশী মদ (এসি ব্ল্যাক মদ) ও সিমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।র্যাবের দাবি করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক কিশোর ইমন মিয়া (১৬) বিদেশী মদ ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর কিশোর ইমন মিয়ার নামে বাজিতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।