মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা পর সচল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে /

থার্টি ফার্স্ট নাইটে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ওড়ানো হয়েছে অসংখ্য ফানুস। যা উড়ে এসে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর। তাই দুর্ঘটনা রোধে আজ রবিবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এসময় মেট্রোরেলের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মীরা দীর্ঘ ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ফানুস অপসারণ করেন।মেট্রোরেল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ রবিবার সকালে ৮টার আগেই চারটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ে নিয়ে যাওয়ার পথে মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনগুলো লাইনেই থামিয়ে রাখা হয়।এসময় উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ট্রেন প্লাটফর্মে প্রস্তুত রাখা হয়। পরবর্তীতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ফানুস অপসারণের কাজ শুরু করে মেট্রোরেলের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মীরা। পরে সকাল ১০টার পর ফের চালু করা হয় মেট্রোরেল।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ করে এ কাজ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এদিকে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কবে বিবেক জাগ্রত হবে জানি না। ফানুস ওড়ানো বন্ধ করা হয়েছে। তারপরও আমরা নিয়ম ভেঙে রাতে ফানুস ওড়ালাম এবং আতশবাজি ফোটালাম। এর ফলে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।এর আগে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে নগরবাসীকে ফানুস না উড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।এছাড়া ইংরেজি নতুন বছর বরণ করতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD