ঝালকাঠির কাঠালিয়ায় এক কেজি গাঁজাসহ মো. লিটন জমাদ্দর ও মো. ইমরান হোসেন ইমু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (১৩ জানুয়ারী) রাত ৯টার দিকে থানার ওসি তদন্ত এইচএম শাহীন ও এসআই মাহামুদুল হাসান মিল্টনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়া বন্দরের তুষার চত্বর এলাকা থেকে তাদের আটক করেন।আটককৃত লিটন জমাদ্দার উপজেলার ছোনাউটা গ্রামের আবদুল হাকিম জমাদ্দারের ও ইমরান হোসেন ইমু একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।থানার ওসি (তদন্ত) এইচএম শাহীন জানান, এ ঘটনায় মাদক আইনের থানায় মামলায় হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।