ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের পিরন্ড বাইতুস সালাম জামে মসজিদের ইমাম, মোহাম্মদ (৩০) সাহেবের অস্থায়ী বাড়ি থেকে তার ছেলে মোঃ ফয়সাল (৪) শনিবার সকাল ১১ টায় নিখোঁজ হয়।জানা গেছে কয়েক মাস আগে ইমাম, মুহাম্মদ এর পিরন্ড বাইতুস সালাম জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন এবং তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে একটি অস্থায়ী বাড়িতে বসবাস শুরু করে। শনিবার (১৪জানুয়ারি ) সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।দীর্ঘ সময় তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন সহ মসজিদের মুসল্লিরা পুকুরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে দ্রুত বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফয়সালকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। দীর্ঘক্ষণ পানিতে থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।