আগে কৃষক ছিলেন। কৃষিকাজ করে স্ত্রী-সন্তান নিয়ে ভালোই কাটছিল জীবন। বাধসাদে স্ত্রী ও একমাত্র সন্তাদের মৃত্যুর পরে।এখন চিকিৎসার জন্য দারে দারে ঘুরছেন টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর গ্রামের মোঃ মেছের আলী (৭০)। তিনি একই গ্রামের মৃত মোঃ তৈয়ব আলীর ছেলে।চিকিৎসার আকুতি জানিয়ে বৃদ্ধ এ কৃষক বলেন, আমি একজন কৃষক ছিলাম। আমার একটা সন্তান ছিল।আমার ছেলে অনেকদিন আগে মারা যায়। আমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছি এবং আমার টাকা না থাকা চিকিৎসা করাতে পারছি না।আমি এখন অসহায় একজন মানুষ। আমার চোখে ছানি পড়ে ঘা হয়ে গেছে। আমি এখন হাঁটা চলাচল করতে পারিনা। আমার ঘরে থাকার কোন ব্যবস্থা নেই।তিনি আরও বলেন, স্ত্রী-সন্তান না থাকায় আমার খেদমত করার মানুষ নেই। আমি শীতের দিনে অনেক কষ্ট করতেছি। তাই আমি সরকার ও দেশের বিত্তবানদের কাছে আকুতি জানাচ্ছি যাতে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেন।