মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সমুদ্রে তিমি যেভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে /

উত্তরটি দুধের সংমিশ্রণে রয়েছে। যখন এই অল্পবয়সী তিমি খাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মা তিমি তার সন্তানের কাছে থাকা অবস্থায় তার দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। কিন্তু তিমির দুধে এত বেশি চর্বিযুক্ত উপাদান থাকায় এটি পানিতে দ্রবীভূত হয়ে পানির সাথে মিশে যায় না।

বরং দুধের এই ঘন এবং আঠালো ফর্মটি আলাদাভাবে পানিতে ভাসতে থাকে যাতে বাচ্চা তিমি তা খেয়ে নিতে পারে।

‘তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবেনা, আবার দেখ- কোন ত্রুটি দেখতে পাও কি?

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ ( الملك: ٤ )

অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
(সূরা-মুলকঃ ৩-৪)

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD