মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

একসাথে ৩ কন্যা সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে /

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ফুটফুটে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধূ।সীমা আক্তার উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।সোমবার (২৩ জানুয়ারি) বিকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। আনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধায়নে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে এক ঘণ্টায় তিনটি কন্যা সন্তানের জন্মদেন। দুটি বাচ্চার ওজন ঠিক থাকলেও একটি বাচ্চার ওজন কম। তবে, তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD