কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন ভৈরব উপজেলা মেন্দিপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,এসআই রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় শুক্রবার বিকেলে ভৈরব মেন্দিপুর গ্রামের ভোলা মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীর চর এলাকা থেকে বিশেষ অভিযান চালায়। এসময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করে।এ ব্যাপারে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে এস আই রমজান আলী নিশ্চিত করেন।