রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

আমতলীতে স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ‘ইউনিক স্পেশালিস্ট হসপিটাল’

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে /

দক্ষিনাঞ্চলের স্বাস্থ্যসেবার আস্থার প্রতীক ইউনিক স্পেশালিস্ট হসপিটাল। বরগুনা ও পটুয়াখালী উপকূলবাসীর জন্য ‘ইউনিক স্পেশালিস্ট হসপিটাল’সর্বোচ্চ উন্নত মানের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

হাসপাতালটিতে রয়েছে সর্বাধুনিক উন্নত মানের চিকিৎসার সামগ্রী, দিন ও রাতে সার্বক্ষনিক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল কলেজ, ঢাকা বি আর বি হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও বরিশাল মেডিকেল কলেজের বিশেষজ্ঞগণ এখানে চিকিৎসা দিয়ে থাকেন।

হাসপাতালটিতে অসহায় দরিদ্র রোগীরা পাচ্ছেন সর্বোচ্চ সুবিধা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় চান বরু(৫৫) বলেন আমি গরীব মানুষ, আমার কাছে টাকা নাই । হাসপাতালের লোকদের কাছে বলার পর তারা কোন টাকা ছাড়াই মোওে ডাক্তার দেখাইয়া ওসুধ দিয়া দিছে।

চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম মিয়া (৪৮) বলেন, হাসপাতালটির চিকিৎসার গুণগত মান অনেক ভালো।

‘ইউনিক স্পেশালিস্ট হসপিটাল’ এর কর্নধার ইঞ্জিনিয়ার রাকিব চৌধুরী রাজু বলেন, এখানে সকল ধরনের চিকিৎসা স্বল্পমূল্যে সেবা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও সকল সুবিধা পাওয়া যাবে। তিনি আরো বলেন, একটি প্রভাবশালী মহল হাসপাতালটির দূর্নাম করার জন্য উঠেপড়ে লেগেছে।

মহলটি বিভিন্ন মিথ্যা দূর্নাম ছড়াচ্ছে। সকল বাঁধা বিপত্তি মোকাবেলা করে হাসপাতালটিতে সাধারন মানুষের সেবা করে যেতে চাই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD