টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রত্যাহার ও দুই জন ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শনিবার(১১ ফেব্রুয়ারি সকালে স্থানীয় আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়ন বাসীর ব্যানারে এ মানব বন্ধন করেন। মহিষমারা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন
সকাল সাড়ে ১০ থেকে মানববন্ধন শুরু হয়। রাস্তার দু’পাশে ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে তারা মানব বন্ধন অংশ গ্রহণ করেন। এ সময় তারা তাদের চেয়ারম্যান মহি উদ্দিন নামে আনিত মামলা প্রত্যাহার ও দুই ইউপি সদস্য শরাফত আলী শিকদার ও জুয়েল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানব বন্ধন কয়েক হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা অংশ গ্রহন করে।
মানববন্ধন শেষে আশ্রা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুসলিম উদ্দিন,আরশেদ আলী, জাকির হোসেন, ব্যবসায়ী শাজাহান কবির,ফরমান আলী, ইউপি সদস্য হামিদা আকতার প্রমুখ।