শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে /

বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে জরিমানা করা হয়েছে।

আমতলী চৌরাস্তা বাধঘাট থেকে বটতলা সড়কের দু-পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মান স্থাপনা করায় উচ্ছেদ করা হয়েছে।

বুধবার  (১৫ ফেব্রুয়ারি) বাধঘাট থেকে বটতলা সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে চল্লিশ হাজার (৪০,০০০)টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বাজারে চারটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD