রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে /

জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যেকে সুখী করা। কথায় আছে, পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি,

মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ে কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে সেবা গ্রহণ করা হয় ।

সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা অপরিসীম।নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি।

উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃআমির উদ্দিন মাষ্টার,প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সহকারী শিক্ষক জনাব মোঃবোরহান উদ্দিন,
বক্তব্য করেন কিশোরগঞ্জ সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি,সুমন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া
সাধারণ সম্পাদক লায়ন হাকীম মোঃ রফিকুল ইসলাম,অর্থ সম্পাদকঃইমাম হোসাইন খাইরুল, সদস্যঃশাহানা,সুমা ভৌমিক,রাকিব,জামাল সহ আরো অনেকেই,রোগী দেখেনঃডাঃ মোঃরানা মিয়া উপ- সহকারী মেডিকেল অফিসার, দীন চক্ষু হাসপাতাল, কিশোরগঞ্জ

শিশু কল্যাণ, পূর্ণবাসন, দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের সেবাসহ বিভিন্নভাবে মানব সেবায় নিয়োজিত এই কিশোরগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন সংগঠনটি।

উক্ত মেডিকেল ক্যাম্পে আগতদের বিনামূল্যে মেডিসিন, চক্ষু সেবা এবং রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

এছাড়াও বিভিন্ন পেশার মানুষ ও ইলেকট্রনিক প্রিন্টমিডিয়া সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD