শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

শিবচরে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে /

মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর স্ত্রীর মুখবাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের একাধিক জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম আকলিমা বেগম (৩০)। তিনি ওই গ্রামের ইতালি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আকলিমা বেগম তার একমাত্র মেয়ে সাদিয়া আক্তারকে (৮) নিয়ে শিবচরের উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে থাকতেন। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে অন্য একটি খাটে দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না দেওয়ায় সে পাশের বাড়ির লোকদের ডেকে আনে। তারা এসে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। এসময় আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃও দেখা যায়।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD