মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

ঝালকাঠিতে দুটি রিকশা উপহার দিলেন মানবিক যুবক ছবির হোসেন

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজের সন্তানের সুন্নতে খাতনায় ঘটা করে অনুষ্ঠান না করে সেই টাকা দিয়ে দুই গরিব ব্যক্তিকে দুটি রিকশা কিনে উপহার দিয়েছেন মানবিক যুবক ঝালকাঠির সন্তান ছবির হোসেনের।আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে এই রিকশা তুলে দেওয়া হয়। মহানুভবতা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।রিকশা উপহার পেয়ে খুশি অসহায় সাহেব আলী ও বাচ্চু হাওলাদার। এখন থেকে তাদের আর না খেয়ে থাকতে হবে না। রিকশা চালিয়ে উপার্জন করে সংসার চালাতে পারবেন বলে জানান তারা। এ জন্য ছবির হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই ব্যক্তি।ছবির হোসেন জানান, তাঁর একমাত্র পুত্র সন্তান সাদ আয়াত রাফসানের কিছুদিন আগে সুন্নতে খাতনা করানো হয়। এ উপলক্ষে মুসলিম সমপ্রদায়ের মানুষ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু ঘটা করে সেই অনুষ্ঠান না করে ওই টাকা দিয়ে দুই অসহায় ব্যক্তিকে রিকশা কিনে উপহার দিয়েছেন তিনি।সাহেব আলী থাকেন শহরের নতুন কলাবাগান এলাকায় ভাড়া বাসায়। আর বাচ্চু হাওলাদার থাকেন লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাসায়। তাঁরা দুজনেই অত্যন্ত গরিব। এক সময় শহরে ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন নিজের রিকশা নেই, তাই উপার্জনও করতে পারছেন না। মানুষের কাছে হাত পেতে যা পেতেন, তা দিয়েই চলতো তাদের সংসার। এ খবর শুনে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন ছবির হোসেন।শুধু সাহেব আলী ও বাচ্চুই নয়, মানবিক যুবক ছবির হোসেন ঝালকাঠিতে করোনাকালে অক্সিজেনসেবা প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ, গবির ও অসহায় মানুষকে সহযোগিতা প্রদান করে আসছেন। এজন্য তাকে অনেকে মানবতার ফেরিওয়ালা নামেও উপাধি দিয়েছেন। কেউ আবার তাকে মানবিক ছবির হোসেন নামেও ডাকেন।ছবির হোসেনের মহানুভবতায় মুগ্ধ হয়েছেন শহরের বাসিন্দারা। তাঁরা এ ধরণের কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD