শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

বেনাপোলে বিজিবির অভিযানে ৬টি স্বর্ণের বার উদ্ধার 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার (১১ই মার্চ) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল সকাল ১০টা ৩০মিনিটে উপজেলার সাদিপুর গ্রামে অবস্থান নেই। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল ওই ব্যক্তিকে তল্লাসীর উদ্দেশ্যে থামানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এসময় ধাওয়া করলে লোকটি পালানোর সময় তার কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরবর্তীতে প্যাকেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ০.৬৯৯ কেজি (প্রায় ৭০০ গ্রাম) এবং বর্তমান বাজার মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।আটককৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD