মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

শরিফার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে /

নীলফামারীর সৈয়দপুর থেকে শরিফা নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার কামারপুকুরের দলুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শরিফা বেগম (২৮) নামে ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের সিরাজুজ্জামানের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার শরিফা বেগমের। শরিফা তার দ্বিতীয় স্ত্রী। বেশ কয়েকদিন ধরে শরিফার সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে রুম তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। পরে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে শরিফার মরদেহ ঝুলছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্যু ঘোষণা করে উপস্থিত ডাক্তার।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD