পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের কিছু অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়া।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাত্রা খুবই কম ছিল। রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আমাদের যেসব স্টেশন আছে প্রায় সব স্টেশন থেকেই এই কম্পন পাওয়া গেছে।’
এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিশেষ করে পাবনা এবং আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।