শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

গবিতে শিক্ষককে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মুনিয়া রহমান জান্নাত , গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে /

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের  শিক্ষক লিমন হোসেনের সাথে বাজে আচরণ ও মিথ্যা অপবাদের অভিযোগে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মে) সকালে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকারীরা  প্ল্যাকার্ড হাতে একাডেমিক ভবন থেকে মৌন মিছিল করে মূল ফটক ঘুরে বাদামতলায় সমবেত হয়। এসম মানববন্ধনকারী শিক্ষার্থীরা তাদের দাবি , ‘ আইন বিভাগের শিক্ষক লিমন হোসেনের সাথে বাজে আচরণ করা, সমাবর্তন বানচালের চেষ্টা ও বহিরাগত প্রবেশ করিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা শিক্ষার্থীদের দ্রুত বিচার করা।’ তুলে ধরেন।

আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, গতকাল আমাদের শিক্ষকদের সাথে বাজে আচারণের প্রতিবাদস্বরূপ আজকের এই মানববন্ধন। আমরা চাই যে বা যারা বিশ্ববিদ্যালয়ের মানক্ষুন্ন করতে সাধারণ শিক্ষার্থীদের উপর জোর-জবরদস্তি করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করতে বলেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। ‘

মানববন্ধনকারী আরেক শিক্ষার্থী মুক্তা বলেন,’  আমাদের বাবা-মার স্বরূপ শিক্ষককে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি।’

এসমময় তিনি ভাবমূর্তি ক্ষূণ্ণকারীদের বহিষ্কারের দাবী করে বলেন, ‘এর পিছনে যে সব বহিরাগত শিক্ষার্থী রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। ‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে প্রক্টোরিয়াল বডি গঠন করে দেওয়া হয়েছে। তারা পর্যালোচনা করে তদন্ত করে রিপোর্ট জমা দিবে। সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবিদ ও নাসিম সহ কয়েকজন রেজিস্ট্রারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করার অভিযোগ তুলে তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করে। এরআগে ঘটনাক্রমে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটলে শিক্ষক লিমন হোসেনের সম্পৃক্ততা আছে বলে দাবি করেন আহত শিক্ষার্থী আবিদ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD