শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

সাভারে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে /

শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর যেভাবে গুলি চালিয়ে দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো হয়েছে এটি সভ্য সমাজে মেনে নেয়া যায় না। স্বজন হারানো পরিবারগুলোতে এখন বইছে কান্নার রোল। অনেকেই হাত-পা হারিয়েছেন, অনেকেই হাসপাতালের বিছানায় ছটফট করছেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেই সাথে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে মাহফুজ ইকবাল বলেন, শিক্ষার্থীদের মিছিলে পুলিশের পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাকারীদের কঠোর বিচারের দাবিতে দেশের ৬৪ জেলায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD