শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

দুদকের মামলায় খালাস পেলেন আমান: সাভারে মিষ্টি বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে /
সাভারের তেঁতুলঝোড়া এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

সাভারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করে খালাস দেয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (৩০ এপ্রিল) রায়ের খবর প্রকাশের পর তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে সাভারের তেঁতুলঝোড়ায় আনন্দ মিছিল ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মিছিলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

এর আগে বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়। এসময় এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মো. শরীফুল ইসলাম, যুবনেতা রকিব হাসানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মেহেদী হাসান বলেন, “হামলা, মামলা, জুলুম-নির্যাতনের পরও তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষ সবসময় আমার অভিভাবকের পাশে ছিলেন। মিথ্যা মামলায় আমাদের অভিভাবক আমানউল্লাহ আমানকে ১৩ বছর ধরে পরিবার ও ঢাকা-২ আসনের মানুষ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। তারা ভেবেছিল তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে তাঁকে মুছে ফেলা যাবে। কিন্তু আজকের রায়ের পর হাজার হাজার মানুষের spontaneous আনন্দ মিছিল এবং তা থেকে গড়ে ওঠা লক্ষাধিক মানুষের সমাবেশ প্রমাণ করেছে—তেঁতুলঝোড়া ইউনিয়নে আমানউল্লাহ আমানের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার সাজানো-মিথ্যা মামলায় তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষের প্রিয় নেতা আমানউল্লাহ আমানকে দীর্ঘ ১৩ বছর ধরে জনগণের কাছ থেকে দূরে রেখেছে। আজ জনতার বিজয় হয়েছে, আমাদের নেতা খালাস পেয়েছেন। যারা তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছিল, তাদের আইনের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (৩০ এপ্রিল) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD