সাভারে যুবদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন।
দোয়া মাহফিলে সাভার পৌরসভা ও সাভার থানা যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় যুবদল নেতা ইয়াছিন সরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধ ও আদর্শ চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাষ্ট্রদর্শনের পথিকৃৎ ছিলেন।দেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের রাজনীতিকদের তার জীবনাদর্শ ও কর্মপন্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মত দেন বক্তারা।