বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে /

মোঃশামীম উদ্দীন ( ঈশ্বরদী) পাবনা: গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম, সকাল-বিকেল বাড়তে বাড়তে ২২০-২৫০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দেশ জুড়ে ক্রেতাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার হঠাৎ ঈশ্বরদীতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার খুচরা বাজারে প্রতি কেজি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হয়। মঙ্গলবার আরেক দফা দাম কমে খুচরা বাজারে দেশী পিঁয়াজ ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।

এরই মাঝে পিঁয়াজের ঝাজ কাটতে না কাটতেই লবণ নিয়ে গুজব শুরু হয় বিভিন্ন জায়গায়। লবণের দাম হয়ে যায় তিনগুন ও তার বেশী। যে যেমন পারে লবন কেনার জন্য বিভিন্ন দোকানে ভিড় জমায় সাধারন জনগন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন খবর পেয়ে তৎক্ষনাৎ দাশুড়িয়া বাজারে এলে লবণের দাম নিয়ন্ত্রনে আসে। এরই প্রেক্ষীতে আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় ভাম্যমাণ আদালত ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারের বিভিন্ন দোকান পাট এ গিয়ে খাদ্যদ্রব্যে সঠিক দামে বিক্রির জন্য সকল দোকানদারকে আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদ এর নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শিহাব রায়হান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ।যদি কোন দোকানদার ন্যায্যমূল্যের চেয়ে বেশী দামে খাদ্র-দ্রব্য বিক্রি করে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। উপজেলা প্রশাসন সকল দোকানীদের দ্রব্যমূল্যের তালিকা তৈরী করে খাদ্যদ্রব্য বিক্রি করার আহবান জানিয়েছেন।যাতে ক্রেতাগনকে হয়রানির শিকার না হতে হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD