মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

প্রেমপত্র লেখায় পঞ্চম শ্রেণির ছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭২ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্ক: প্রেমপত্র লেখার দায়ে এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

জানা যায়, দুই ছাত্রকে স্কুলের বেঞ্চের সঙ্গে হাত‌-পা বেঁধে শাস্তি দেয়া হয়েছে। এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সে এক মেয়েকে প্রেমপত্র লিখেছে। আরেকজনকে শাস্তি দেয়া হয় চুরির অভিযোগে।

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষিকার যুক্তি, এত কম বয়সে প্রেমপত্র লেখা অপরাধ। আবার অন্য ছাত্রদের জিনিস চুরি করাও সমান অপরাধ।

তবে তিনি ছাত্রদের হাত-পা বাঁধার অভিযোগ অস্বীকার করেছেন। ওই শিক্ষিকা বলেন, আমি ছাত্রদের বেঁধে রাখিনি। দুই ছাত্রের মায়েরা এই শাস্তি দিয়েছে তাদের ছেলেদের। বেঞ্চের সঙ্গে হাত-পা বেঁধে রেখে শাস্তি দিয়েছে অভিভাবকরাই।

কিন্তু ক্লাসরুমে ঢুকে অভিভাবকেরা কীভাবে এই কাজ করল তার কোনো সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষিকা।

এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার দাবিও তোলেন। এদিকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD