মহানগর বার্তা, ঢাকা : দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) পদকের লড়াইয়ের দ্বিতীয় দিনে তৃতীয় সোনা পেল বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়াল চারে। এবার সোনা জিতলেন হোমায়রা আক্তার অন্তরা।
সোমবার প্রথম দিন তার হাত ধরেই বাংলাদেশ এসএ গেমসে পদকের খাতা খুলে বাংলাদেশ। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন অন্তরা। ব্রোঞ্জের হতাশা কাটিয়ে এবার সোনা জিতলেন তিনি। ব্যক্তিগত কুমি অনুর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে নেপালের অনুগুরুংকে ৫-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জেতেন অন্তরা। চলতি এসএ গেমসে এটি নারী অ্যাথলেটদের দ্বিতীয় সোনা জয়। আজ সকালেই ব্যক্তিগত কুমি-৫৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন মারজানা আক্তার প্রিয়া।
সোনা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে অন্তরা বলেন,‘গতকাল আমাদের (কারাতে ইভেন্ট) কেউ সোনা জিততে পারেনি।
সারাদিন দেখেছি বাংলাদেশের পতাকা নিচে থাকতে। আজ লাল সবুজের পতাকা উপরে তুলতে পেরে খুবই ভালো লাগছে।’
দ্বিতীয় দিনের শুরুটা হয় সোনা জয় দিয়ে। কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৭-৩ পয়েন্টে উড়িয়ে দিয়ে সোনা জেতেন আল-আমিন।
প্রথম দিন তায়কোয়ান্দো থেকে আসে বাংলাদেশের প্রথম সোনা। ছেলেদের একক পুমসের ঊর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু চাকমা।