মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী) পাবনা: “আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার ঈশ্বরদীতে আন্তর্জাাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয় ফেরদৌস কাকলী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,এলাকার সুধিজন ও সাংবাদিকগন।