ফরিদপুরের সালথা উপজেলায় কুমার নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার মাঝারদিয়া ও ভাওয়াল কুমার নদীতে বৃহস্পতিবার বেলা ১২ টায় অভিযান চালিয়ে অবৈধ ৫টি বাঁধ উচ্ছেদ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মাঝারদিয়া কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মা-মাছ ও পোনা মাছ ধরার অপরাধে মৎস্য আইনে সন্তোষ মালোকে ৫ হাজার টাকা জরিমানা ও অবৈধ বাঁধ উচ্চেদ করা হয়। এছাড়াও ভাওয়াল ল্যাংড়ার ব্রীজ থেকে কেষ্টখালী পর্যন্ত কুমার নদীতে থাকা ৪টি অবৈধ বাঁধ উচ্ছেদ করে ধ্বংস করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে।