বীর মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
রবিবার (১৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা বলেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদের স্থান শূণ্য হলো। দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।