বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

গোদাগাড়ীতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৯২৮ বার পড়া হয়েছে /

রাজশাহীর গোদাগাড়ীতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ।

২৬শে জুন শুক্রবার সকাল ৯ টার দিকে
দেওপাড়া ইউনিয়নের চাঁপাল গ্রামের মৃত সাবদুল হকের ছেলে সাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার নিজ ঘর হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, সাদেক আলী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। পরের দিন সকালে সাদেক আলী ঘর হতে বের না হলে পরিবারের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই।
বিষয়টি গোদাগাড়ী মডেল থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD