ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দক্ষিন পাড়ায় অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকান্ডের ফলে অসহায় ৬ টি গরু, ১৫ টি হাস, ১০ টি মুরগি ভস্মীভূত হয়ে যায়। এতে করে খামারির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দক্ষিন পাড়ার মৃত্যু আলম মোল্যার ছেলে মোঃ লুৎফার মোল্যার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, লুৎফার মোল্যার বসত ঘরের পাশেই অবস্থিত গরুর থাকার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সালথা ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় লুৎফার মোল্যার গোয়াল ঘরে থাকা ৬টি গরু ভুস্পীভূত হয়ে ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনটি মারাত্বক ভাবে পুড়ে গেছে এবং বেশ কিছু হাস মুরগিও পুড়ে মারা যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ লুৎফারের স্ত্রী গোলাপী বেগম বলেন, আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিলো এই গরু গুলি। এখন আমরা নিঃস্ব কিভাবে সংসার চলবে জানা নেই। প্রতিদিন গাভীর দুধ বিক্রি করে চাল কিনে এনে রান্না করে খেতাম এখন তা আর হবে না। কিভাবে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছিনা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাখায়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎখনিক প্রয়োজনিও ব্যবস্থা গ্রহন করেন। উক্ত ঘটনা সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবার কে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।