বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোঃ সোহেল রানা বান্দরবান জেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৯৬৭ বার পড়া হয়েছে /

আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান জেলা পরিষদে একটি ফলজ বৃক্ষ লাগিয়ে এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মহোদয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অঙ্গীকার নিয়ে তিনটি করে গাছ লাগান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়েল মন্ত্রী
বীর বাহাদুর উ শৈ সিং এমপি মহোদয় ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে বান্দরবান জেলাব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ , বান্দরবান জেলা শাখার সভাপতি ক্যা শৈ হ্লা ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি জানান তিন মাসব্যাপী এই কার্যক্রম চালু থাকবে। ইতিমধ্যে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি নির্দেশ নিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কে সফল করার লক্ষে এই কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি এবং বান্দরবান জেলার ছাত্রলীগের বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়াট স্কুল কলেজ পর্যায়ে যে সকল ছাত্রলীগ কর্মী আছে তাদেরকে ন্যূনতম তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বৃক্ষ মানুষের বন্ধু তাই প্রত্যেকটা মানুষের কম পক্ষে তিনটি করে গাছ লাগানো উচিত বলে মনে করেন তিনি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD