শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

সালথায় বিষাক্ত কীটনাশক পানে যুবতীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৯৫০ বার পড়া হয়েছে /

ফরিদপুরের সালথা উপ‌জেলায় বিষাক্ত কীটনাশক পা‌নের মাধ্য‌মে এক যুবতী আত্মহত্যা ক‌রে‌ছে। নিহত যুবতীর নাম ময়না আক্তার (১৮) সে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের খলিশা বল্লভদী গ্রামের ওহিদুজ্জামান শে‌কের মেয়ে।

সোমবার ৬ই জুলাই আনুমা‌নিক সন্ধার দি‌কে নিজ বা‌ড়ি‌তে বিষপান ক‌রে এবং ঐ দিন রাত ১০ দি‌কে হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়।

পরিবার ও এলাকাবা‌সি সু‌ত্রে জানাযায়, পারিবারিক অশান্তির কারনে অভিমান করে সোমবার আনুমানিক সন্ধার দিকে সকলের অজান্তে বসতঘড়ে থাকা বিষাক্ত কীটনাশক পান ক‌রে ময়না আক্তার। বিষয়‌টি পরিবারের লোকজন টের পেলে প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্সএ নিয়ে যায়, সেখা‌নে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে ফ‌রিদপু‌রে নেওয়ার পরামর্শ দেয়। রা‌ত ১০ টার দি‌কে ফ‌রিদপুর নেওয়ার প‌থে মৃত্যু হয় ময়না আক্তা‌রের।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ ব‌লেন, খবর পে‌য়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD