ঢাকার সাভারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থির মনোনয়নের তথ্য নিয়ে উড়ছে গুজবের ঘুড়ি। দেশব্যাপী বইছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী আমেজ। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নের তথ্য নিয়ে বিভিন্ন মহল ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য ও নানা রকম গুজব। এই গুজব ছড়ানোর ফলে যে কোন সময় সাভারে বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। স্থানীয় আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বাধাতে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। আগামী ১১ এপ্রিল ২০২১ প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে সাভার উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না বর্তমান ৬ জন চেয়ারম্যান এ বিষয়টি একেবারেই গুজব। আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানান, এখনো কাউকে মনোনয়ন দেয়া বা আশ্বস্ত করা হয়নি। সাভারের একটি সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত বৈঠকে সাভার উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের অতীত কর্মকান্ড পর্যালোচনা করে বর্তমান ৬ জন চেয়ারম্যানের ব্যাপারে তাদের নেতিবাচক সিদ্ধান্ত গৃহীত হওয়ার ঘটনা সত্য নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আশুলিয়া, বিরুলিয়া, শিমুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া ও তেঁতুলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের বিষয়ে কোন ফোরামে আলোচনা হয়নি।