সাভারে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে সাভার উপজেলা পরিষদে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/ ২২-২৩ মৌসুমে আমন ধানের উপশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসকল কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সময়ে ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে উপকরণ বিতরণ এর জন্য বরাদ্দ দেওয়া হয়। ৩০ জন কৃষককে ৫০ টি করে অপ্রত্যাশিত ও বিলুপ্তপ্রায় ফলজ চারা ও সার বিতরণ করা হয় বাগান করার জন্য ১৮ জনকে ছাদ বাগানের জন্য গ্রাউন্ড পিচ ফলের চারা বিতরণ করা হয় ১২ টি ইউনিয়নে ও পৌরসভায় একটি করে ফুড স্ট্যাম্প ও আটা স্ট্রে ও ১০ টি করে ফলের চারা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
বিতড়ণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে কথা বললে তিনি জানান, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ তাই আওয়ামী লীগ সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহ প্রদানের জন্য প্রতিবছরই এ প্রণোদনা দিয়ে আসছেন। ভবিষ্যতেও কৃষকদের জন্য এরকম প্রণোদনা অব্যহত থাকবে বলে জানান তিনি।
কৃষি উপকরণ পাওয়া কৃষক রমিজ মিয়া বলেন, সরকার থেকে কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরন দেয়ায় তারা কৃষক হিসেবে তাদের পেশাকে চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এসময় সাভারের সকল কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান উক্ত কৃষক।
বীজ ও সার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ।
উল্লেখ্য, উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিরা এসব কৃষি উপকরণ নিজ হাতে তুলে দেন কৃষকদের মাঝে।