সাভারে দখলকৃত ঋষিপাড়া খাল উদ্ধার করেছে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।
বুধবার(২৭ জুলাই) সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এ উদ্ধার কাজ পরিচালনা করেন।
উদ্ধার কাজ পরিচালনার সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সাভারে জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধারে কাজ করছি। মৃত এই খালগুলি আমরা ক্রমান্বয়ে উদ্ধার করব। যে স্থাপনাই থাকুক না কেন, আমরা সব স্থাপনা উচ্ছেদ করে খাল উদ্ধার করব।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন এ খালটি উদ্ধারে এসেছি, তখন খালের জায়গা দখল করে গড়ে তোলা ছিল বিভিন্ন স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হলেও পিছপা হইনি। যারাই খালের জায়গা দখল করে যা যা স্থাপনা করেছে, আমরা তা উচ্ছেদ করে খাল উদ্ধার করবই। আমরা সাভারের প্রতিটি দখলকৃত খাল উদ্ধার করব।’
এর আগে সাভারে আইন শৃংঙ্খলা কমিটির সভায় উপজেলা সাভার চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব ঋষিপাড়া খাল দখলমুক্ত করতে নির্দেশ প্রদান
করেন।
তিনি বলেন, সাভারে কোন খালই দখল থাকবেনা। সব খালই পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
উল্লেখ্য, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর দায়িত্ব নেয়ার পর থেকেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যেকোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে তিনি সবার আগে পৌছে যেতেন। উপজেলা প্রশাসনকে সবসময় সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ঋষিপাড়া
খালের উদ্ধার কাজ পরিচালনা ও পরিদর্শন করেন তিনি।