শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

আন্তর্জাতিক বাজারে বেড়েছে কয়লার দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক বাজারে বেড়েছে কয়লার দাম। ২০২২ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা আট বিলিয়ন টনে পৌঁছাতে পারে। ২০২৩ সালে এই চাহিদা আরও বাড়বে বলে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার প্রকাশিত একটি কয়লা বাজার আপডেট প্রতিবেদনে জানিয়েছে।

আইইএ’র ওই কয়লা বাজার আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক এবং বাজারের প্রবণতার উপর ভিত্তি করে, বিশ্বব্যাপী কয়লা ব্যবহার ২০২২ সালে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে 8 বিলিয়ন টন হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতি আশানুরূপ পুনরুদ্ধার করবে…এই বৈশ্বিক সামষ্টিক হার ২০১৩ সালে কয়লার বার্ষিক রেকর্ড চাহিদার সঙ্গে মিলে যাবে এবং পরের বছর ২০২৩ সালে কয়লার চাহিদা সর্বকালের সর্বোচ্চ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আইইএ’র সংস্থার মতে, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে কয়লার চাহিদা বাড়ছে। অনেক দেশই ক্রমবর্ধমানভাবে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের বদলে কয়লার ওপর নির্ভর করছে। বন্ধ হয়ে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে বাধ্য হচ্ছে কোনো কোনো দেশ।

উদাহরণ হিসেবে বলা যায় ইউরোপের প্রধান অর্থনৈতিক শক্তি জার্মানির কথা। রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চিয়া দেখা দেওয়ার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে জার্মানি। দেশটির অর্থমন্ত্রী রোবার্ট হাবেক এই সংকটকে স্মরণকালের অন্যতম আখ্যা দিয়েছেন।

এ ব্যাপারে তিনি বলেন, রাশিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম কাঁচামাল গ্যাস রপ্তানি কমিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেই সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ফের সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD