শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৮৮ বার পড়া হয়েছে /

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

 

শুক্রবার (৫ আগস্ট) রাতে এ ঘোষণা দেওয়া হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা বলেন, রাতে হঠাৎ তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরপর অনেক পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ করে দেয়। আবার অনেক পেট্রোল পাম্প তেল দিলেও প্রচণ্ড ভিড়ের কারণে গণপরিবহনগুলো তেল নিতে পারেনি। এছাড়া, বর্ধিত দামে তেল কিনলে ভাড়াও বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD