সৌদি আরবের মক্কায় বিশ্ববিখ্যাত রয়েল ক্লক টাওয়ারে বজ্রপাতের আলোকরশ্মির বিরল দৃশ্য ধারণ করা হয়েছে। পবিত্র মসজিদুল হারামের পাশের গগণচুম্বী টাওয়ারের এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৫ আগস্ট) ভিডিওটি টুইটারে শেয়ার করেন মুলহাম এইচ নামের এক ব্যক্তি।
ক্যাপশনে লেখেন, বুর্জ আল-সাতে একটি বজ্রপাত হয়েছিল।
মুলহাম এইচকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার পণ্ডিত হিসেবে বণর্না করেছেন অনেকে। টুইটারে শেয়ার ভিডিওটি দেখেছেন ১৩ লাখের বেশি মানুষ।
কয়েকজন টুইটার ব্যবহারকারী রিটুইটে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লেখেন, এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।
গত কয়েকদিন ধরে সৌদি আরবের বেশি কিছু জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটছে।
এর আগেও ২০২১ সালে আরেকবার এমন দৃশ্য ধারণ করেছিলেন সৌদি ফটোগ্রাফার আবদুল্লাহ আল শরিফ।
সে সময় তিনি বলেছিলেন, ২০১২ সাল থেকে আমি আবহাওয়া ও বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বজ্রপাতের দৃশ্য ধারণ আমার খুবই প্রিয়। তাই কখনো এ দৃশ্য ধারণের সুযোগ হাতছাড়া করিনি।