মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে /

সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩নং বাসায় ঘটনাটি ঘটেছে।

গলায় ছুরি চালানো ব্যক্তির নাম মো. শাহজাহান (৩৫)। এ ঘটনায় আহত অপর দুইজন হলেন- শাহজাহানের স্ত্রী ফারজানা বেগম (৩০) ও তার শাশুড়ি রোকসানা বেগম (৬০)। তারা সবাই বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান সময় সংবাদকে জানান, নিজেদের মধ্যে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্ত্রী-শাশুড়ির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শাহজাহান তাদের দুজনকে কুপিয়ে আহত করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের সকলের অবস্থা গুরুতর। পরবর্তী অবস্থা বুঝে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD