মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

মা হলেন সোনাম কাপুর

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে /

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। তার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।

আজ শনিবার (২০ আগস্ট) ছেলের জন্ম দেন এই বলি সুন্দরি।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজার পক্ষ থেকে পাঠানো একটি নোট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নীতু কাপুর। তাতে লেখা রয়েছে, ‘২০ আগস্ট আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যকে ধন্যবাদ। এটি সবে শুরু। আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে গাঁটছাড়া বেঁধেছেন সোনম। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় লন্ডনেই থাকেন এই দম্পতি। অবশেষে তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।

এর আগে চলতি বছরের ২১ মার্চ সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেটিজেনদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছিলেন ‘নীরজা’ খ্যাত এই অভিনেত্রী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD